নারী বিশ্বকাপ ফুটবলের শেষ ষোলোতে জাপান-স্পেন
নারী বিশ্বকাপ ফুটবলে দিনের প্রথম ম্যাচে কোস্টারিকাকে ২-০ গোলে হারিয়েছে এশিয়ার দেশ জাপান। দিনের দ্বিতীয় ম্যাচে জাম্বিয়াকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে স্পেন। এই জয়ে ‘সি’ গ্রুপ থেকে জাপানকে সঙ্গে নিয়েই শেষ ষোল নিশ্চিত করেছে স্পেন। সোমবার (৩১ জুলাই) গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে ‘সি’ গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল। আর দিনের শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে কানাডা।
নিউজিল্যান্ডের ফোরসিথ বার স্টেডিয়ামে কোস্টারিকার বিপক্ষে খেলার ২৫ মিনিটে এগিয়ে যায় জাপান। গোল করেন হিকারু নাওমোতো। খেলার ২৭ মিনিটে আওবা ফুজিনোর গোলে ব্যবধাণ দ্বিগুণ করে জাপান।
দিনের অন্য খেলায় শুরু থেকেই আগ্রাসী ছিল স্পেনের নারীরা। চলমান নারী ফুটবল বিশ্বকাপে অন্যতম ফেভারিট স্পেন। ম্যাচের ৯ মিনিটেই এগিয়ে যায় স্পেন। গোল করেন তেরেসা আবেলেইরা।
খেলার ১৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জেনিফার হারমোসো। প্রধমার্ধের পরে দ্বিতীর্য়াধের ৬৯ মিনিটে গোল করে ব্যবধান ৩-০ করেন আলবা রেদোন্ডা। এরপর ম্যাচের ৭০ মিনিটে এক হালি পূর্ণ করেন হারমোসো। একই সঙ্গে জোড়া গোলের দেখা পান তিনি।
দলের চতুর্থ ও ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি হারমোসোর জন্য মাইলফলকের। স্পেনের জার্সি গায়ে এটি তার ৫০তম আন্তর্জাতিক গোল। খেলার ৮৫ মিনিটে স্পেনের হয়ে পঞ্চম ও নিজের দ্বিতীয় গোল করেন আবেলেইরা। জাম্বিয়া তেমন কোনো আক্রমণ করতে না পারলে শেষ পর্যন্ত ৫-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন।