বিশ্বকাপ বাছাইয়ের পর এবার এশিয়ান গেমসের গ্রুপ নির্ধারণ হয়েছে। এশিয়ান গেমসে গ্রুপ ‘এ’তে পড়েছে বাংলাদেশের বয়সভিত্তিক অনুর্ধ্ব-২৩ দল। এ গ্রুপে লাল-সবুজের প্রতিপক্ষ শক্তিশালী ভারত, চীন ও মিয়ানমার।
আগামী সেপ্টেম্বরে চীনের হাংজুতে হবে এবারের ১৯ তম আসর। এ মঞ্চে লড়াইয়ের জন্য ২২ সদস্যের বাংলাদেশ দল আগেই ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বৃহস্পতিবার (২৭ জুলাই) মালয়েশিয়ার কুয়ালালামপুরে ড্র অনুষ্ঠিত হয়। এবারে এশিয়ান গেমসে ছেলেদের পাশাপাশি অংশগ্রহণ করবে বাংলাদেশ নারী ফুটবল। সাবিনারা পড়েছে ‘ডি’ গ্রুপে। তাদের প্রতিপক্ষ ভিয়েতনাম, নেপাল ও জাপান। এবার ছেলেদের বয়সভিত্তিক দলে তিনজন সিনিয়র খেলতে পারবে। সিনিয়র কোটায় খেলবেন- জামাল ভূঁইয়া, ইব্রাহিম ও রবিউল।