জয়ে সিজেকেএস বাকলিয়া কনস্ট্রাকশন ৩য় বিভাগ ক্রিকেট লিগের সুপার ফোর পর্বের খেলা শুরু করেছে কে এম স্পোর্টিং ক্লাব। বৃহস্পতিবার (২৭ জুলাই) এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত সুপার ফোর পর্বের প্রথম খেলায় কে এম স্পোর্টিং ক্লাব ২ উইকেটে নোয়াপাড়া লায়ন্স ক্লাবকে পরাজিত করেছে।
সকালের বৃষ্টি ও মাঠ ভেজা থাকার কারণে খেলাটি কিছুটা দেরিতে শুরু হওয়ায় ৫০ ওভারের ম্যাচটি ৪৬ ওভারে কমে আসে। এতে টসে জিতে নোয়াপাড়া লায়ন্স ক্লাব প্রথমে ব্যাট করে নোয়াপাড়া লায়ন্স ক্লাব ৩৯.১ ওভারে ১১১ রানে অল-আউট হয়। জবাবে কে এম স্পোর্টিং ক্লাব ৩১.৫ ওভারে ৮ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে।
নোয়াপাড়া লায়ন্স ক্লাবের হয়ে ইশতি ৩৭, সাকিব ২০ ও হুমায়ুন ১৫ রান করেন। অতিরিক্ত খাতে আসে ১৬ রান। কে এম স্পোর্টিং ক্লাবের আসিফ হোসেন চৌধুরী ২৩ রানে ৪টি এবং ওয়াকি ১৩, মো. আসিফ ১৫ ও সুজন ২৩ রানে প্রত্যেকে ২টি করে উইকেট নেন।
কে এম স্পোর্টিং ক্লাবের আওসাফ ৩৭, রকিব ২৩, ওয়াকি অপ: ১৫ ও মো. আসিফ ১২ রান করেন। অতিরিক্ত খাতে আসে ৯ রান। নোয়াপাড়া লায়ন্স ক্লাবের হয়ে ইশতি ১৫ রানে ৩টি এবং কাজী রবি ৩৭ রানে ২ উইকেট দখল করেন।
শুক্রবারের (২৮ জুলাই) খেলায় মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজ ও আগ্রাবাদ কমরেড ক্লাব মুখোমুখি হবে।