কলম্বো টেস্টের দ্বিতীয় দিনে দাপট দেখাল বৃষ্টি। যদিও খেলা হয়েছে কিছুটা। কিন্তু ১০ ওভারের বেশি একটি বলও মাঠে গড়ানো যায়নি। বিরতি দিয়ে আবারও হানা দেয় বৃষ্টি। এরপর স্থানীয় সময় বিকাল ৩ টা ১৫ মিনিটে দিনটি পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।
এই দশ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৩৩ রান যোগ করেছে পাকিস্তান। লিড পেয়েছে ১২ রানের। ২ উইকেটে ১৭৮ রান নিয়ে দিন শেষ করে সফরকারীরা।
সেঞ্চুরির দোরগড়ায় থাকায় আব্দুল্লাহ শফিক ৮৭ ও অধিনায়ক বাবর আজম অপরাজিত আছেন ২৮ রানে। এর আগে প্রথম দিনে ১৬৬ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা।
পাকিস্তানের হয়ে স্পিনার আবরার আহমেদ চার ও পেসার নাসিম শাহ শিকার করেন তিন উইকেট। বুধবার (২৬ জুলাই) তৃতীয় দিনের খেলা শুরু হবে সকাল পৌনে দশটায়।