কলম্বো টেস্টে শ্রীলঙ্কাকে প্রথম ইনিংসে ১৬৬ রানে গুটিয়ে দিয়ে প্রথম দিনই শক্ত অবস্থানে দাঁড়িয়ে গেছে পাকিস্তান। দিন শেষে ২ উইকেটে ১৪৫ রান নিয়ে মাঠ ছেড়েছে বাবর আজমের দল। এখন তারা ২১ রানে পিছিয়ে। হাতে ৮ উইকেট।
লঙ্কান ইনিংসের জবাব দিতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছিল পাকিস্তান। ৬ রান করে আসিথা ফার্নান্ডোর শিকার হন ইমাম উল হক। তবে দ্বিতীয় উইকেটে ১০৮ রানের জুটিতে সে ধাক্কা সামলে নেন আবদুল্লাহ শফিক আর শান মাসুদ। মারকুটে ব্যাটিং করে শান মাসুদ ৪৭ বলে তুলে নেন হাফসেঞ্চুরি (৫১)।
তবে এরপর আসিথার দ্বিতীয় শিকার হন তিনি। হাফসেঞ্চুরি পেয়েছেন শফিকও। ৯৯ বল খেলে ৭ চার আর ২ ছক্কায় ৭৪ রানে অপরাজিত আছেন এই ওপেনার। সঙ্গে বাবর আজম ব্যাট করছেন ৮ রানে।
এর আগে টস জিতে ঘরের মাঠে ব্যাট করতে নেমে নাসিম শাহ-আবরার আহমেদের তোপে ৪৮.৪ ওভারে ১৬৬ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। ৩৬ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে স্বাগতিকরা।
পঞ্চম উইকেটে প্রাথমিক সেই বিপর্যয় অনেকটাই কাটিয়ে উঠেন দিনেশ চান্দিমাল আর ধনঞ্জয়া ডি সিলভা। ১১৯ বল খেলে ৮৫ রান যোগ করেন তারা। মনে হচ্ছিল, ঘুরে দাঁড়িয়েছে লঙ্কানরা। কিন্তু এরপর আবারও সেই নাসিমের আঘাত। এবার পাকিস্তানি পেসারের শর্ট বলে টপএজ হয়ে মিডউইকেটে ক্যাচ তুলে দেন চান্দিমাল (৩৪)। পরের অংশটা শুধুই লেগস্পিনার আবরার আহমেদের। হাফসেঞ্চুরি করে ধনঞ্জয়া ডি সিলভাও (৫৭) শিকার হন তার। শেষ ব্যাটার হিসেবে রমেশ মেন্ডিস চেষ্টা চালিয়েছিলেন। তবে লেগস্পিনারের গুগলির শিকার হয়ে ৪৪ বলে ২৭ রানে ফিরেন তিনি। আবরার ৬৯ রানে নেন ৪টি উইকেট। ৪১ রানে ৩ উইকেট শিকার নাসিমের।