চট্টগ্রামে সিজেকেএস রাগবি লিগে রাইফেল ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। রোববার (২৩ জুলাই) এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা সহজেই ৪৪-১০ পয়েন্টে ইয়ং স্টার ক্লাবকে পরাজিত করে এ কৃতিত্ব দেখিয়েছে।
খেলা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ট্রফি বিতরণ করেন সিজেকেএস সহ সভাপতি দিদারুল আলম চৌধুরী।
সিজেকেএস রাগবি কমিটির ভাইস চেয়ারম্যান নুরুল আবছারের সভাপতিত্বে এবং সম্পাদক প্রবীন কুমার ঘোষের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম ও মশিউর রহমান চৌধুরী, নির্বাহী সদস্য মো. হারুন আল রশীদ, সাবেক নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, সিজেকেএস কাউন্সিলর, মাহমুদুর রহমান মাহবুব, আকতারুজ্জামান, লুৎফুল করিম সোহেল, কল্লোল দাশ, রায়হান উদ্দিন রুবেল, সরওয়ার আলম চৌধুরী মনি প্রমুখ।