৩৯ তম জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের ২য় দিনে রোববার (২৩ জুলাই) প্রায় ২০টি খেলা চট্টগ্রামের রাইফেল ক্লাবে সম্পন্ন হয়েছে। এতে বিভিন্ন ধাপ পেরিয়ে পুরুষ দলগত ইভেন্টে বাংলাদেশ সেনাবাহিনী, চট্টগ্রাম জেলা ও বাংলাদেশ আনসার ভিডিপি এবং মহিলা দলগত বিভাগেও বাংলাদেশ আনসার ও ভিডিপি, বাংলাদেশ বিমান ও পাবনা জেলা কোয়ার্টার ফাইনালে ওঠেছে।
এতে পুরুষ দলগত ইভেন্টে বাংলাদেশ সেনাবাহিনী ৩-১ সেটে বরিশাল জেলাকে, চট্টগ্রাম জেলা ৩-০ সেটে গাইবান্ধা জেলাকে ও বাংলাদেশ আনসার ভিডিপি ৩-০ সেটে রংপুর জেলাকে পরাজিত করেছে।
এছাড়া মহিলা দলগত বিভাগে বাংলাদেশ আনসার ও ভিডিপি ৩-০ সেটে চাঁদপুর জেলাকে, বাংলাদেশ বিমান ৩-০ সেটে কুষ্টিয়া জেলাকে এবং পাবনা জেলা ৩-০ সেটে শক্তিশালী ঢাকা জেলা দলকে হারিয়েছে।