চট্টগ্রাম ৩য় বিভাগ ক্রিকেটে গ্রুপ চ্যাম্পিয়ন কেএম স্পোর্টিং

সিজেকেএস ৩য় বিভাগ ক্রিকেট লিগে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোর পর্বে ওঠেছে নবাগত কে এম স্পোর্টিং ক্লাব।  রোববার (২৩ জুলাই) এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় তারা ১৫৪ রানে বাকলিয়া একাদশকে হারিয়ে এ যোগ্যতা অর্জন করেছে।

খেলায় টসে জিতে আগে ব্যাট করে কে এম স্পোর্টিং ক্লাব ৪৮ ওভারে ৮ উইকেটে ২৩৩ রান করে।  জবাবে বাকলিয়া একাদশ ৩২ ওভারে ৭৯ রানে অল-আউট হয়।  এ খেলার উল্লেখযোগ্য দিক ছিল কে এম স্পোর্টিং ক্লাবের অধিনায়ক মো. সুমনের ৬২ রানের পাশাপাশি ৩২ রানে ৬ উইকেট দখল।

এদিকে মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত এ লিগের আনুষ্ঠানিকতার এক ম্যাচে নওজোয়ান গ্রিন ১৮৫ রানের বড় ব্যবধানে ডবলমুরিং ক্লাবকে পরাজিত করেছে।  প্রথমে ব্যাট করে নওজোয়ান গ্রিন ৫০ ওভারে ২৮০ রান করে।  জবাবে ডবলমুরিং ক্লাব ২৭.৩ ওভারে মাত্র ৯৫ রানে সবকটি উইকেট হারায়।

কে এম স্পোর্টিং-বাকলিয়া: এ খেলায় কে এম স্পোর্টিং ক্লাবের পক্ষে সুমনের ৬২ রান ছাড়া হাসিবুল ৫১, রকিব ৩১, আবরার ২০ রান করেন।  বাকলিয়া একাদশের হামিদুল ৩টি ও সোহান ২ উইকেট দখল করেন।  বাকলিয়া একাদশের হয়ে একমাত্র নিজামউদ্দিনের ৪৩ রান ছাড়া বাকিদের কেউই দু-অংকের রান করতে পারেননি।  কে এম স্পোর্টিং ক্লাবের সুমনের ৬ উইকেট দখলের পর ওয়াকিউদ্দিন ২ উইকেট নেন।

নওজোয়ান গ্রিন-ডবলমুরিং ক্লাব: এ খেলায় নওজোয়ান গ্রিণের হয়ে মেহেদি হাসান সর্বোচ্চ ৬৪, আহমেদ ফাহিম অপ: ৪৭, সাকিবুল ৪২, মাহির ৩৯ রান করেন।  ডবলমুরিং ক্লাবের হয়ে আজাদ ২ উইকেট নেন।  ডবলমুরিং ক্লাবের পক্ষে মিজানুর ২৩, ও জুনায়েদ ১৯ রান করেন।  নওজোয়ান গ্রিণের আমজাদ ৩টি এবং সমীর ও সোহরাব ২টি করে উইকেট দখল করেন।