৭ম জাতীয় খো খো চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের লক্ষ্যে চট্টগ্রাম জেলা পুরুষ দল সোমবার (২৪ জুলই) সন্ধ্যা ৬টায় যশোরের উদ্দ্যেশে চট্টগ্রাম ছাড়বে। দলের ম্যানেজার ও কোচ মনোনিত হয়েছেন যথাক্রমে জিয়া উদ্দীন আহমেদ তানভীর ও মো. মুজিবুর রহমান।
এছাড়াও দলের সাথে খো খো কমিটির সম্পাদক ইঞ্জিনিয়ার জসিম উদ্দীনসহ ১২ জন খেলোয়াড় নিয়ে চট্টগ্রাম জেলা দল যাত্রা করবে। দলের সাফল্যের জন্য যশোরগামী সকলেই চট্টগ্রামবাসীর দোয়া কামনা করেছেন।