চট্টগ্রামে রাগবি লিগের ফাইনাল রোববার

চট্টগ্রামে সিজেকেএস রাগবি লিগে ‘ক’ গ্রুপ থেকে ইয়ং স্টার ক্লাব এবং ‘খ’ গ্রুপ থেকে চট্টগ্রাম রাইফেল ক্লাব ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।

শনিবার (২২ জুলাই) এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইয়ং স্টার ক্লাব ২২-০ পয়েন্টে এম এইচ স্পোর্টিং ক্লাবকে এবং  চট্টগ্রাম রাইফেল ক্লাব ৪৪-০ পয়েন্টে এলিট পেইন্ট আরসি কে হারিয়ে এ যোগ্যতা অর্জন করেছে।

এছাড়া এক আনুষ্ঠানিকতার ম্যাচে ফ্রেন্ডস ক্লাব জুনিয়র ৫-০ পয়েন্টে নিমতলা লায়ন্সকে পরাজিত করেছে।