জ্যোতি বলেছেন, ‘অবিশ্বাস্য’

ভারত নারী দলের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ ড্র করেছে বাংলাদেশ নারী দল।  শনিবার (২২ জুলাই) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে শেষ ওভারে ভারতের ৩ রানের প্রয়োজন হলে সেটি শেষ পর্যন্ত সংগ্রহ করতে পারেনি হারমানপ্রীত কৌরের দল।  সবকটি উইকেট হারিয়ে ভারতের ইনিংস থামে বাংলাদেশের সমান ২২৫ রানে।

ড্র হওয়া ম্যাচ নিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির কণ্ঠে কিছু রান কম হওয়ার আক্ষেপ ঝরেছে।  তবে তার দলের মেয়েরা যেভাবে খেলেছে, যেমন লড়াই করেছে সেটার প্রশংসা করতে গিয়ে জ্যোতি বলেছেন, ‘অবিশ্বাস্য’।

‘দারুণ ম্যাচ হয়েছে, আমাদের জন্য দারুণ অভিজ্ঞতা।  এটা আমদের ভবিষ্যতে সাহায্য করবে।  যখন টস জিতলাম, ২৩০ রানের মতো করতে চেয়েছিলাম।  পিংকি (ফারজানা হক) সেঞ্চুরি পেল।  তবে আমাদের মনে হয়েছিল, ৫-১০ রান কম হয়েছে।  এরপরও যেভাবে মেয়েরা লড়াই করেছে, এটা অবিশ্বাস্য। ’

ভারতের ইনিংসের মাঝপথে ম্যাচে বৃষ্টি হানা দিয়েছিল।  আর বাংলাদেশকে ম্যাচের পরিস্থিতি নিয়ে নতুন করে ভাবতে সাহায্য করেছে সেই বৃষ্টি।  জ্যোতি বলেন, ‘বিরতির পর আমরা বলাবলি করছিলাম, ম্যাচটা শুধু দুইভাবেই এগোতে পারে।  হয় আমরা ওদের চেপে ধরব বা ওরা আমাদের।  নাহিদা দারুণ বোলিং করেছে।  সব বোলারই আসলে দুর্দান্ত পারফর্ম করেছে। ’