চট্টগ্রামে ৩য় বিভাগ ক্রিকেটে উদয়ন ও সন্দ্বীপের জয়
লিগে প্রথম সেঞ্চুরি সাজ্জাদের
চট্টগ্রামে সিজেকেএস ৩য় বিভাগ ক্রিকেট লিগে মাদারবাড়ি উদয়ন সংঘ ও সন্দ্বীপ উপজেলা ক্রীড়া সংস্থা নিজ নিজ খেলায় জয়লাভ করেছে। শনিবার (২২ জুলাই) মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত খেলায় উদয়ন সংঘ ৭০ রানে কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট ক্লাবকে এবং এম এ আজিজ স্টেডিয়ামে সন্দ্বীপ উপজেলা ক্রীড়া সংস্থা ৯ রানে নোয়াপাড়া লায়ন্স ক্লাবকে হারিয়েছে।
২টি খেলার উল্লেখযোগ্য দিক ছিল, সন্দ্বীপ উপজেলা ক্রীড়া সংস্থার সাজ্জাদ হোসেনের নিখুঁত সেঞ্চুরি। তিনি ১০১ বলে ৭ চার ও ৬ ছক্কায় ১০১ রানে অপরাজিত ছিলেন। উল্লেখ্য এবারের লিগে এটাই প্রথম কোন সেঞ্চুরি।
উদয়ন সংঘ: ১৬৬/১০/৪৮.৩ ওভার: আসিফ ৪৩, হোসেন ২৬, তারেক ২৪, সাজিদ ১২, অতিরিক্ত ৩৯/ বোলিং : টিপু ২/২৮, সাফায়েত ২/৩১, মনির ২/৩৯। কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট ক্লাব : ৯৬/১০/৩৫.৩ ওভার: মাসুম অপ: ২৮, সাফায়েত ১৮, অতিরিক্ত ২৮/ বোলিং : তুহিন ৪/১৭, তারেক ৩/১৮।
সন্দ্বীপ উপজেলা ক্রীড়া সংস্থা : ২০৮/১০/৫০ ওভার : সাজ্জাদ হোসেন অপ: ১০১, সাইফুন ২৭, জামিল ২৭, রানা ২০,অতিরিক্ত ২৫/ বোলিং : সাকিবুল ৫/২৯, আলম ২/৪১। নোয়াপাড়া লায়ন্স ক্লাব : ১৯৯/১০/৪৭.৫ ওভার: ইশতি ৬০, মোখলেস ৫৫, শাহীন ১১, অতিরিক্ত ৪৫/ বোলিং : তানভীর ৪/৩৫, জামিল ৪/৪৯।