রাজধানীতে আজ আওয়ামী লীগ-বিএনপির সমাবেশ

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে তারুণ্যের সমাবেশ করবে বিএনপি। সরকার পতনের এক দফা আন্দোলনের অংশ হিসেবে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। অন্যদিকে বঙ্গবন্ধু এভিনিউতে যৌথভাবে শান্তি সমাবেশের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের দুই সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ।

শুক্রবার (২১ জুলাই) সংগঠন দুটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

আজ শনিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে তারুণ্যের সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হবে। ঢাকা বিভাগের সব জেলা থেকে উপস্থিতি নিশ্চিত করতে ব্যস্ততম সময় পার করছেন দলের শীর্ষ নেতারা।

বিএনপি ও আয়োজক সংগঠনের নেতারা বলছেন, গত ১৫ বছরে নতুন ভোটাররা ভোট দিতে পারেননি। তারা ভোট দিতে চায়। অনেকেই চাকরি বঞ্চিত। মামলার ঘানি টানছেন কেউ কেউ। সমাবেশে যোগদানে এই বঞ্চিত যুবকদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে।

বিএনপি নেতা-কর্মীরা যাতে ঢাকায় প্রবেশ করতে না পারে, সেজন্য রাজধানীর প্রবেশ মুখ নানা কারণে বন্ধ করে দিতে পারে প্রশাসন- এমন শঙ্কা করছে বিএনপি।তাই রাতের মধ্যেই বড় অংশের নেতাকর্মীকে ঢাকায় প্রবেশের নির্দেশ দেন দলের নেতারা।

যানবহন বন্ধ করে দিলেও যাতে হেঁটে আসতে পারেন তাই আশেপাশে এলাকায় অবস্থান করতে বলা হয়েছে। পাশাপাশি ভোরে সমাবেশস্থলে যোগ দিতে বলা হয়েছে। অতীতের তিক্ত অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা জনসমাবেশে উপস্থিতি নিশ্চিতে পরিকল্পনা মাফিক নানা কৌশল নিচ্ছেন সতর্ক থেকে দলটি সার্বিক প্রস্ততি নিয়েছে।

এদিকে আজ শনিবার বেলা আড়াইটায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে।

যুবলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য, হত্যা-ষড়যন্ত্র অপরাজনীতি ও তাণ্ডবের প্রতিবাদে শনিবার আওয়ামী যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের যৌথ উদ্যোগে এই শান্তি সমবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য ও সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী।

এমএইচএফ