‘ক্রিকেটারদের সমস্যা মানসিকতায়’

বাংলাদেশ নারী দলের ব্যাটিংটা ঠিকঠাক হচ্ছে না।  টাইগ্রেস ব্যাটাররা ক্রিজে থিতু হয়েও উইকেট বিলিয়ে দিয়ে আসছেন।  পারছেন না ইনিংস বড় করতে।  এর পেছনে কারণটা টেকনিক্যাল নাকি মানসিক? শুক্রবার (২১ জুলাই) এই প্রশ্নের জবাব দিয়েছেন নারী দলের হেড কোচ হাসান তিলেকারত্নে।

তিনি বলছেন, ‘আমার মনে হয়, তারা টেকনিক্যালি ভালো। কাছ থেকে পর্যবেক্ষণ করলে সেটা বোঝা যায়।  তবে তাদের মানসিকতা বড় ইনিংস খেলার জন্য প্রস্তুত নয়।  সেজন্য এটা নিয়ে তাদের সঙ্গে কাজ করতে হবে।  এছাড়া ফিটনেসও গড়পড়তার নিচে।  আমাদের এখন নতুন ট্রেনার আছে, ইংল্যান্ড থেকে এসেছে।  সে কাজ করছে।  এই সিরিজের পর একটা ফিটনেস ক্যাম্প হবে, ৬ সপ্তাহের।  আমি নিশ্চিত, তারা ঠিকভাবে ফিরে আসবে। ’