লিগস কাপে ক্রস আসুলের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে লিওনেল মেসির নতুন ক্লাব ইন্টার মায়ামি। বাংলাদেশ সময় শনিবার (২২ জুলাই) ভোর ৬টায় শুরু হবে ম্যাচ। সেই ম্যাচ দিয়েই মায়ামির জার্সিতে অভিষেক হতে যাচ্ছে লিও’র।
এমনিতেই ‘মেসি জ্বরে’ কাঁপছে পুরো মায়ামি শহর। তাকে বরণ করে নিতে কানায় কানায় পূর্ণ ছিল ডিআরভি পিএনকে স্টেডিয়ামের গ্যালারি। এবার মেসির অভিষেক ম্যাচেও দেখা যাবে একই চিত্র। কেননা ২১ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন এই স্টেডিয়ামের সকল টিকিট বিক্রি হয়ে গেছে একদিন আগেই।
এই ম্যাচ দেখার জন্য দর্শকদের এতোই আগ্রহ যে, মেসির সতীর্থও পর্যন্ত নিজের পরিবারের জন্য টিকিট পাচ্ছিলেন না। যদিও তাকে টিকিট জোগাড় করে দেন মেসি নিজে।