ক্রিসেন্ট ক্লাবকে হারাল মোহামেডান ব্লুজ

চট্টগ্রাম তৃতীয় বিভাগ ক্রিকেট

চট্টগ্রামে জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের গ্রুপ পর্বে খেলায় জয় পেয়েছে মোহামেডান  স্পোর্টিং ক্লাব ব্লুজ।  শুক্রবার (২১ জুলাই) তারা আরেক ক্লাব ক্রিসেন্ট ক্লাবকে ৫৮ রানে হারিয়েছে।

নগরের এম এ আজিজ স্টেডিয়ামে সকালে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে খেলায় এক বল বাকি থাকতেই ১৬৬ রানে অলআউট হয়।  দলের হয়ে সর্বোচ্চ ৭৩ রান আসে রুবাইয়াত খান আফ্রিদির ব্যাট থেকে।  তার ইনিংসটি ১২৫ বলে ৭ চার ও ১ ছক্কায় সাজান আফ্রিদি।  এছাড়া ইসরাজুর আর রাফসি ৪২ এবং জাবেদ ইকবার ১৬ রান করেন।  ক্রিসেন্ট ক্লাবের হয়ে রাহিক ফারহান ৫টি এবং গাজী আবদুল সায়েম ও মোহাম্মদ তানভির হোসাইন দুটি করে উইকেট নেন।

১৬৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ক্রিসেন্ট ক্লাব প্রতিপক্ষে বোলারদের বোলিং ঘূর্ণিতে পড়ে ১০৮ রানে গুটিয়ে যায়।  তবে এর মধ্যেও দলের পক্ষে সর্বোচ্চ ২৪ রান আসে শাহ ইয়াসির বিন রিয়াজের ব্যাট থেকে।  এছাড়া সাদনান হোসেইন ইমন ২০, সাইফ সিদ্দিক ১৭, খোরশেদুল আলম নয়ন ১২ও মিনহাজ উদ্দিন ১০ রান করে।  মোহামেডান ব্লুজের হয়ে জিএম হুমায়ুন তিনটি উইকেট নেন।