বিশ্বকাপে আর্জেন্টিনা ও ব্রাজিলের ম্যাচের সূচি

শঙ্কা ছাপিয়ে বৃহস্পতিবার (২০ জুলাই) জমকালো আয়োজনে মেয়েদের ফুটবল বিশ্বকাপের পর্দা উঠেছে নিউজিল্যান্ডের অকল্যান্ডে।  সিডনিতে ২০ আগস্ট অনুষ্ঠিত হবে ফাইনাল।

পুরুষ ফুটবলে লাতিন দুই দল আর্জেন্টিনা ও ব্রাজিল চিরন্তন ফেবারিট হলেও নারীদের ফুটবলে ফেবারিটের তকমাটা যুক্তরাষ্ট্রের দখলে।  অন্য কোনো দল যেখানে দুবারের বেশি চ্যাম্পিয়ন হতে পারেনি, সেখানে মার্কিন মেয়েরা বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন চারবার।

এবার হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হতেই মাঠে নামবে তারা।  তবে দলটা যখন আর্জেন্টিনা ও ব্রাজিল একটা বড় অংশের সমর্থকের চোখ থাকবে তাদের ওপরও।

 

গ্রুপপর্বে ব্রাজিলের ম্যাচের সূচি

তারিখ                         ম্যাচ

২৪ জুলাই            ব্রাজিল-পানামা

২৯ জুলাই            ব্রাজিল-ফ্রান্স

০২ আগস্ট          ব্রাজিল-জ্যামাইকা

 

গ্রুপপর্বে আর্জেন্টিনার ম্যাচের সূচি

তারিখ                         ম্যাচ

২৪ জুলাই            আর্জেন্টিনা-ইতালি

২৮ জুলাই           আর্জেন্টিনা-দক্ষিণ আফ্রিকা

০২ আগস্ট          আর্জেন্টিনা-সুইডেন