চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত সিজেকেএস রাগবি লিগের গ্রুপ পর্বে শুক্রবার (২১ জুলাই) তিনটি খেলা সম্পন্ন হয়েছে।
নগরের এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম খেলায় আগ্রাবাদ নওজোয়ান ক্লাব গ্রীণ ১৫-০৫ পয়েন্টে এলিট পেইন্ট আরসি’কে, ইয়ং স্টার ক্লাব ২৯-০ পয়েন্টে নিমতলা লায়ন্সকে এবং ফ্রেন্ডস ক্লাব জুনিয়র ২০-০ পয়েন্টে এম এইচ স্পোর্টিং ক্লাবকে পরাজিত করেছে।
শনিবার (২২ জুলাই) গ্রুপ পর্বের শেষ ৩টি খেলা বিকাল ৪টা থেকে অনুষ্ঠিত হবে।