চিটাগাং ক্লাবে জাতীয় স্নুকার চ্যাম্পিয়নশিপের উদ্বোধন
চিটাগাং ক্লাব লিমিটেড এবং বাংলাদেশ বিলিয়ার্ড এন্ড স্নুকার ফেডারেশনের যৌথ আয়োজনে চট্টগ্রামে ৩৭-তম জাতীয় স্নুকার চ্যাম্পিয়নশিপ বৃহস্পতিবার (২০ জুলাই) শুরু হয়েছে।
দুপুর দেড়টায় চিটাগাং ক্লাব হলে এই চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন চেয়ারম্যান মিয়া মোহাম্মদ আব্দুর রহিম। স্বাগত বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান ও সিসিএল স্নুকার বিভাগের মেম্বার ইনচার্জ জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর।
এবারের টুর্নামেন্টে মোট ১৮টি ক্লাবের ১২৮ জন খেলোয়াড় অংশগ্রণ করছেন। এবং মোট ১ লক্ষ ১০ হাজার টাকার প্রাইজমানি প্রদান করা হবে। এর মধ্যে চ্যাম্পিয়নকে নগদ ৫০ হাজার টাকা, রানার আপকে ৩০ হাজার টাকা এবং ৩য় স্থান ও ৪র্থ স্থান অধিকারী ও হাইয়েষ্ট ব্রেকারকে ১০ হাজার টাকা পুরস্কার প্রদান করা হবে।
এই টুর্নামেন্টের ২৮টির মত খেলার সেকেন্ড ভেন্যু থাকছে বাংলাদেশ কিউ স্পোর্টস একাডেমি, চট্টগ্রাম।
অনুষ্ঠান পরিচালনা করেন নাফি বিন রিয়াজ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ক্লাব নির্বাহী কমিটি মেম্বার সালাউদ্দিন আহমেদ, মো. জাহিদ সুলতান টিপু, রফিকুল ইসলাম চৌধুরী বাবুল এবং টুর্নামেন্ট ডাইরেক্টর নুর উদ্দিন জাবেদ প্রমুখ উপস্থিত ছিলেন।