চট্টগ্রাম রাইফেল ও ইয়ং স্টারের সূচনা
চট্টগ্রামে রাগবি লিগ শুরু
চট্টগ্রাম রাগবি লিগ বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেল সাড়ে ৪টায় নগরের এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হয়েছে। উদ্বোধনী দিনে অনুষ্ঠিত ৩টি খেলা অনুষ্ঠিত হয়েছে।
এতে চট্টগ্রাম রাইফেল ক্লাব ৩০-৫ পয়েন্টে আগ্রাবাদ নওজোয়ান গ্রিণকে এবং ইয়ং স্টার ক্লাব ১৫-৫ পয়েন্টে ফ্রেন্ডস জুনিয়রকে হারিয়েছে। এছাড়া অপর এক খেলায় নিমতলা লায়ন্স ক্লাব ও এম এইচ স্পোর্টিং ক্লাবের খেলাটি ৫-৫ পয়েন্টে ড্র হয়েছে।
এর আগে প্রধান অতিথি থেকে লিগের উদ্বোধন করেন সিজেকেএস সহ-সভাপতি এডভোকেট শাহিন আফতাবুর রেজা চৌধুরী।
সিজেকেএস রাগবি কমিটির চেয়ারম্যান আ ন ম ওয়াহিদ দুলালের সভাপতিত্বে এবং রাগবি কমিটির সম্পাদক প্রবীণ কুমার ঘোষের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সিজেকেএস সহ-সভাপতি একেএম এহসানুল হায়দার চৌধুরী বাবুল, মো. হাফিজুর রহমান, যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর, নির্বাহী সদস্য আবুল হাসেম, শাহজাদা আলম, ইঞ্জিনিয়ার জসিম উদ্দীন, কল্লোল দাশ, রায়হান উদ্দিন রুবেল, কাজী মো. জসিম উদ্দীন, সরওয়ার আলম চৌধুরী মনি প্রমুখ।