রিয়াদ-তামিমকে নিয়ে যা ভাবছে বিসিবি

আসন্ন এশিয়া এবং বিশ্বকাপ দলে তামিম ও মাহমুদউল্লাহ রিয়াদের সুযোগ পাওয়া নিয়ে জোর আলোচনা চলছে।  এরই মাঝে প্রায় ৫৬ দিন পর  বুধবার (১৯ জুলাই) ব্যাট হাতে মিরপুর শের-ই বাংলার মাঠে দেখা যায় মাহমুদউল্লাহকে।  ধারাবাহিকভাবে বৃহস্পতিবারও (২০ জুলাই) নেমেছেন তিনি।

আসন্ন দুটি বড় টুর্নামেন্টকে সামনে রেখে তাদের দলে রাখা হবে কিনা এমন প্রশ্নের জবাবে বৃহস্পতিবার মিরপুরে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, ‘এই সিদ্ধান্ত নেবে নির্বাচক কমিটি। ’ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল পিঠে চোটের চিকিৎসা নিতে আগামী ২৬ জুলাই লন্ডনে যাবেন।  ফলে ২৯ জুলাই থেকে শুরু হতে যাওয়া আসন্ন এশিয়া কাপের ক্যাম্পে তামিমের না থাকার সম্ভাবনাই বেশি।

এ নিয়ে জালাল ইউনুস বলেন, ‘তামিম ২৬ তারিখ লন্ডন যাচ্ছে।  ওখানে চিকিৎসার পর তার অবস্থা জেনে সিদ্ধান্ত নেওয়া হবে।  তার পরিকল্পনা হলো ৩১ তারিখের মধ্যে সে দেশে ফিরবে।  এরপর তার বর্তমান শারীরিক অবস্থার ওপর নির্ভর করবে পরবর্তীতে কী সিদ্ধান্ত আসবে। ’

বাংলাদেশ ‘এ’ দল ইমার্জিং এশিয়া কাপের ম্যাচ খেলছে শ্রীলঙ্কায়।  সেখানকার ক্রিকেটারদের ওপরও বাড়তি নজর রেখেছে বিসিবি।  জালাল বলেন, ‘ইমার্জিংয়ের কিছু ক্রিকেটার প্রাথমিক অনুশীলন ক্যাম্পে থাকবে।  ওদের মধ্যে অনেকেই ভালো করেছে।  ওদের দুয়েকজন প্রাথমিক দলে আসতে পারে, কিন্তু তারা আবার সেরা ১৫ দলে থাকবে এমন কোন কথা নেই। ’