কোয়ার্টার ফাইনালে মেরিন ও ফটিকছড়ি
বঙ্গবন্ধু আন্তঃ কলেজ ফুটবলের টুর্নামেন্ট
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে ওঠেছে আনোয়ারা উপজেলার মেরিন একাডেমি স্কুল এন্ড কলেজ ও ফটিকছড়ি সরকারি কলেজ।
নগরীর পলোগ্রাউন্ডে মঙ্গলবার (১৮ জুলাই) অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় মেরিন একাডেমি স্কুল এন্ড কলেজ সহজেই ৪-১ গোলে বাশঁখালী উপজেলার মাস্টার নজীর আহমেদ কলেজকে হারিয়েছে। জয়ী দলের মোহাম্মদ হান্নান ২টি, মুরাদ হোসেন ও ইয়াছিন আরাফাত ১টি করে এবং বিজিত দলের আরফাতুল ইসলাম গোল করেন।
অপর খেলায় ফটিকছড়ি সরকারি কলেজ ৫-০ গোলে রাঙ্গুনিয়া সরকারি কলেজকে হারিয়েছে। জয়ী দলের রাকিব ২টি এবং সোহান, সুমন ও নিশাত ১ টি করে গোল করেন।
বুধবার (১৯ জুলাই) এই টুর্নামেন্টের ২টি খেলায় দুপুর ২টা ৩০ মিনিটে চন্দনাইশ উপজেলার বরমা কলেজ ও মিরসরাই কলেজ এবং বিকেল ৪টা ৩০ মিনিটে বোয়ালখালী সিরাজুর ইসলাম ডিগ্রি কলেজ ও হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজ মুখোমুখি হবে।