নোয়াপাড়া ও ক্রিসেন্ট ক্লাবের জয়

সিজেকেএস ৩য় বিভাগ ক্রিকেট

সিজেকেএস ৩য় বিভাগ ক্রিকেট লিগে নোয়াপাড়া লায়ন্স ক্লাব ও ক্রিসেন্ট ক্লাব নিজ নিজ খেলায় জয়লাভ করেছে। সোমবার (১৭ জুলাই) এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় নোয়াপাড়া লায়ন্স ক্লাব ৩০ রানে কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট ক্লাবকে এবং সাগরিকা মহিলা কমপ্লেক্স মাঠে ক্রিসেন্ট ক্লাব ৬৪ রানে সেবানিকেতনকে হারিয়েছে।

সংক্ষিপ্ত স্কোর: নোয়াপাড়া লায়ন্স ক্লাব: ১৩৬/১০/৩৩.২ ওভার ও কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট ক্লাব: ১০৬/১০/৪৬.৫ ওভার এবং ক্রিসেন্ট ক্লাব: ১৬৮/১০.৪৫.৫ ওভার ও সেবানিকেতন: ১০৪/১০/৩০ ওভার।

নোয়াপাড়া-কাস্টমস: এ খেলায়  নোয়াপাড়া লায়ন্স ক্লাবের হয়ে মোখলেস ২৮, বাপ্পী ২৮, রবিউল ২০ ও শাহীন অপ: ১২ রান করেন।  অতিরিক্ত ছিল ২১ রান। কাস্টমস ভ্যাট ক্লাবের আলম ২৮ রানে ৪ এবং টিপু ৪২ রানে ৩ উইকেট নিয়ে কৃতিত্ব দেখান।  কাস্টমস ভ্যাট ক্লাবের ইনিংসে মিনহাজ ২৪, ইশতিয়াক ১৮, সাফায়েত ১৩, কবির ১৩ ও ফয়সাল ১০ রান করেন।  অতিরিক্ত খাতে আসে ১২ রান।  নোয়াপাড়া লায়ন্স ক্লাবের হয়ে ইশতিয়াক ১৭ রানে ৩টি এবং বাপ্পী ৮ ও সাকিবুল ১২ রানে ২টি করে উইকেট নেন।

ক্রিসেন্ট-সেবানিকেতন: ক্রিসেন্ট ক্লাবের ইনিংসে খোরশেদুল অপরাজিত হাফ সেঞ্চুরি (৫৫), রিয়াজ ২৪, নাহিদ ১৪, শৈবাল ১৩ ও তাসনিম ১৩ রান করেন।  অতিরিক্ত খাতে আসে ২৩ রান।  সেবানিকেতনের সাকিব ৩৩ রানে ৪টি ও মাহিন ২৬ রানে ২ উইকেট নেন।

সেবানিকেতনের ইনিংসে প্রান্ত ২৪ ও আদিলের ১৩ রান ছাড়া বাকিদের কেউ-ই দু-অংকের রান করতে পারেননি।  অতিরিক্ত খাতে আসে ৩১ রান।  ক্রিসেন্ট ক্লাবের হয়ে তাসনিম ২৫ রানে ৪টি, গাজী ৩২ রানে ৩টি ও তানভীর ৮ রানে ২উইকেট দখল করেন।