ভাঙ্গুড়ায় ফুটবল খেলায় মেতে উঠলেন শিশু শিক্ষার্থীরা

শিশু শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য পাবনার ভাঙ্গুড়ায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে উপজেলা পরিষদ খেলার মাঠে উপজেলা সেবাব্রতী কিন্ডার গার্টেন ও বড়াল কিন্ডার গার্টেনের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হয়।

খেলায় বড়াল কিন্ডার গার্টেন ফুটবল একাদশ ৪-২ গোলে উপজেলা সেবাব্রতী কিন্ডার গার্টেন ফুটবল একাদশকে পরাজিত করে। ম্যাচ শেষে  উপজেলা সেবাব্রতী ও বড়াল কিন্ডার গার্টেনের শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে উভয় দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেয়া হয়। ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেন শেখ সাখাওয়াত হোসেন। ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, শারীরিক শক্তি ও মানসিক চিন্তা-চেতনা, বুদ্ধিমত্তা বিকাশের অন্যতম মাধ্যম হল খেলাধুলা। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিশুদের সচেতন করে তোলে।