ঘরের মাঠে ভারতের বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডার্ক লুইস মেথডে (বৃষ্টি আইন) ভারতকে ৪০ রানে হারিয়েছে টাইগ্রেসরা। সিরিজের প্রথম ওয়ানডে তো বটেই, একই সঙ্গে ফরম্যাটটিতে প্রথমবারের মতো ভারতকে হারের তেতো স্বাদ দিয়েছে বাংলার বাঘিনীরা।
এতে নারী ক্রিকেটারদের বিশেষ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে জয় উপলক্ষ্যে কিছু না কিছু পাবেন টাইগ্রেসরা। ম্যাচ শেষে গণমাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী সুজন।
তিনি বলেন, ‘আপনারা জানেন বোর্ড সভাপতি দেশের বাইরে আছেন। অবশ্যই কিছু না কিছু থাকবে। সচরাচর জিতলে এমনিতেই বোনাস থাকে। আর এ ধরনের জয়েতো অবশ্যই (বিশেষ কিছু) থাকবে আশা করি। ’
সুজন আরো বলেন, ‘অবশ্যই এটা বাংলাদেশ নারী ক্রিকেটের জন্য একটা বড় জয়। আমাদের মেয়েদের একটা আক্ষেপ ছিল তারা এখানে নিয়মিত খেলা পারছে না। সেটাও হয়েছে, সাথে ভারতের বিপক্ষে একটা জয়ও হয়েছে। আমরা এশিয়া কাপে তাদের হারিয়ে শিরোপা জিতেছি, সেটা ছিল টি-২০। সে হিসেবে ওয়ানডেতে জয়টা আমাদের জন্য অন্যতম স্মরণীয় মুহূর্ত। ’