প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে মহানগরকে নান্দনিক সাজে সজ্জিত করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।
আগামী ৪ ডিসেম্বর সকালে বাংলাদেশ সেনাবাহিনীর একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে জেলায় জেলায় সফরের কর্মসূচির অংশ হিসেবে ওইদিন চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে আওয়ামী লীগের সমাবেশে যোগ দেবেন তিনি।
দলীয় সভাপতি ও দেশের প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জনসভাকে জনসমুদ্রে পরিণত করার লক্ষ্য নিয়ে গত ৯ নভেম্বর স্থানীয় একটি কমিউনিটি হলে সভা করে চট্টগ্রাম দক্ষিণ ও উত্তর জেলাসহ মহানগর আওয়ামী লীগ। নেতাকর্মীরা নিজ উদ্যোগে ইতোমধ্যে নগরীকে রঙিন পোস্টার, ব্যানার, ফেস্টুন, প্লেকার্ডে সাজাতে শুরু করে দিয়েছে।
মেয়রের নির্দেশনায় মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবু ফ্লাইওভার হতে মরহুম এম এ মান্নান ফ্লাইওভারের মাঝের অংশটির ল্যাম্প পোস্টে ’৭০র নির্বাচনে বিজয় ও স্বাধীনতার প্রতীক নৌকার আকৃতিতে এলইডি বাতি লাগিয়ে আলো ঝলমলে করেছে চসিক’র বিদ্যুৎ বিভাগ।
চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী জানান, দীর্ঘ ১০ বছর পর চট্টগ্রামে কোনো জনসভায় ভাষণ দেবেন জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে চট্টগ্রামের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ। আনন্দের ঢেউ লেগেছে নেতাকর্মীদের মনেও।
তিনি জানান, ২০১১সালে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে চট্টগ্রামের টাইগারপাসে বাঘের ভাস্কর্য নির্মিত হয়েছিল, যা চট্টগ্রামের নান্দনিকতাকে আরো বাড়িয়ে তোলে। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে রঙ-তুলির আঁচড়ে বিবর্ণতা দুর করে নবরূপ পেতে চলেছে এসব ভাস্কর্য। ভাস্কর্যগুলোতে জমে থাকা ময়লা ও অবাঞ্ছিত দাগ পরিষ্কারে পূর্ণোদ্যমে কাজ করছে চসিক।
প্রধানমন্ত্রীর আগমন ও মহান বিজয় দিবসকে আনন্দঘন করতে এভাবে নগরীর সমস্ত রাস্তাঘাট ও স্থাপত্যশৈলী ডিসেম্বর আসার আগেই ঝকঝকে-তকতকে করে তোলা হবে বলেও জানান তিনি।