আনোয়ারায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রামের আনোয়ারার চাতরী ইউনিয়নে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন করা হয়েছে।  সোমবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলার সিংহরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আনোয়ারুল কাদের।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রন্জন ভট্টাচার্য, আনোয়ারা সাংবাদিক সমিতির সভাপতি রুপন দত্ত, প্রেসক্লাবের সহ-সভাপতি খালেদ মনসুর, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ খান চৌধুরী, সাধারণ সম্পাদক ও দাতা সদস্য ডাক্তার  লিটন মল্লিক, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এ কিউ এম সাইফুল্লাহ খান চৌধুরী প্রমুখ।

উদ্বোধনী দিনে সিংহরা ,চাতরী ,বেলচুড়া, মহতরপাড়া ও পূর্ব সিংহরা সরকারি প্রাথমিক বিদ্যালয় নিজ নিজ খেলায় জয়লাভ করে।