চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় চট্টগ্রাম জেলা ইয়ুথ (অনূর্ধ্ব-২০) দাবা চ্যাম্পিয়নশিপ শুক্রবার (২১ জুলাই) বেলা আড়াইটায় সিজেকেএস কনভেনশন হলে শুরু হবে। যাদের জন্ম ১ জানুয়ারি ২০০৩ এর পরে এবং চট্টগ্রামের স্থায়ী নাগরিক তারাই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে পারবে।
এই চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব-৮-১০-১২-১৪-১৬ ও অনূর্ধ্ব-১৮ (ছেলে-মেয়ে) সহ মোট ১৪ জনকে বাছাই করে জাতীয় ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের সুযোগ প্রদান করা হবে।
আগ্রহী খেলোয়াড়রা আগামী বুধবার (১৯ জুলাই) রাত ৮টার মধ্যে সিজেকেএস কার্যালয়ে বিনা ফি তে নাম নিবন্ধন করতে পারবে। যে কোন তথ্যের জন্য প্রকৌশলী এসএম তারেকের (০১৭১৪-৪৮৯১৬১) সাতে যোগাযোগ করা যাবে।