কমলাপুরে সিরিজের দ্বিতীয় ম্যাচে রোববার (১৬ জুলাই) নেপালের মুখোমুখি হয়েছিল বাংলাদেশের মেয়েরা। এ ম্যাচে তুমুল লড়াইয়ের পর টাইব্রেকারে (৪-২) হারের তেতো স্বাদ পেয়েছেন সাবিনা খাতুনেরা। আর প্রথম ম্যাচটিতে ১-১ গোলে ড্র করেছিল দু’দল। এতে সিরিজ শিরোপা নিজেদের করে নিয়েছে সফরকারীরা।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামে নেপালের মেয়েরা। যেখানে নির্ধারিত ৯০ মিনিটেও গোলের দেখা পায়নি কোনো দলই। এতে ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। যেখানে ৪-২ ব্যবধানে স্বাগতিকদের হারিয়েছে সফরকারীরা।
টাইব্রেকারে নেপাল প্রথম শট নেয়। সাবিত্রা ভান্ডারী প্রথম শটেই গোল করেন। বাংলাদেশের গোলরক্ষক রুপ্না চাকমা ঝাপিয়ে ধরতে পারেননি। বাংলাদেশের শামসুন্নাহারের শটও গোল হয়। গোলরক্ষক রানা মাগার বলের দিকে ঝাঁপিয়েও ধরতে পারেননি।
এরপর নেপালের হীরা কুমারী গোল করেন। শিউলি আজিমের শট রানা মাগার রুখে দেন। এবার গোলরক্ষক রানা মাগার নিজেই শট নেন। সাইড পোস্টে লেগে বল বাইরে চলে যায়৷ মারিয়া মান্দার শট রানা মাগার সেভ করেন। নেপালের দীপা ও বাংলাদেশের মনিকা গোল করেন। নেপাল পঞ্চম শটে গোল করলে বাংলাদেশ হেরে যায়।
প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে নেপালের কাঠমান্ডুতে স্বাগতিকদের বিপক্ষে জিতে সাফ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। দশ মাস পর সেই নেপালের বিপক্ষেই ঘরের মাঠে সিরিজের ট্রফি হারালেন সাবিনা-সানজিদারা।