তাসকিনের ‘ফিফটি’

সিলেটে আফগানিস্তানের বিপক্ষে লড়ছে বাংলাদেশ।  এমন ম্যাচে টি-২০ ক্যারিয়ারে অন্যরকম ফিফটি পূর্ণ করেছেন পেসার তাসকিন আহমেদ।  বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে টি-২০ ফরম্যাটে ৫০ উইকেট শিকারের কীর্তি গড়েছেন পেসার তাসকিন আহমেদ।

ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে ৫০ উইকেট শিকারের ক্লাবে প্রবেশ করতে আর মাত্র ১ উইকেট প্রয়োজন ছিল তার।  সেই লক্ষ্য টপকে মাইলফলক স্পর্শ করেছেন ঢাকা এক্সপ্রেস। রোববার (১৬ জুলাই) সিলেটে আফগানিস্তান ব্যাটার রহমাউল্লাহ গুরবাজকে ফিরিয়ে টি-২০তে ৫০ উইকেট পূর্ণ করেন তাসকিন।

ম্যাচটিতে নিজের দ্বিতীয় ওভার করতে এসে হজরতউল্লাহ জাজাইকেও ফেরান তিনি।  এতে এখন তার উইকেট সংখ্যা ৫১টি।  এর আগে বাংলাদেশের পক্ষে টি-২০তে ৫০ উইকেট নেয়ার কীর্তি গড়েছেন অধিনায়ক সাকিব আল হাসান ও কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।

এখন অবধি ১১৫ ম্যাচে সাকিব ১৩৬টি ও মুস্তাফিজ ৮৩ টি-২০তে ১০০ উইকেট শিকার করেছেন। তবে ১৩৬ উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-২০ ইতিহাসে সর্বোচ্চ উইকেটের মালিক সাকিব।

প্রসঙ্গত, ২০১৪ সালের এপ্রিলে মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-২০তে তাসকিনের অভিষেক হয়।  ক্যারিয়ারে সর্বোচ্চ দু’বার ৪ উইকেট নেন তাসকিন।  এরমধ্যে গত মার্চে চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ১৬ রানে ৪ উইকেট তার ক্যারিয়ার সেরা বোলিং।