সিজেকেএস ৩য় বিভাগ ক্রিকেট লিগে রোববার (১৬ জুলাই) অনুষ্ঠিত দুই খেলায় টাউন ক্লাব ২৪ রানে মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজকে এবং সাগরিকা মহিলা কমপ্লেক্স মাঠে আগ্রাবাদ কমরেড ক্লাব ২ উইকেটে সিএফসি’কে হারিয়েছে।
এম এ আজিজ স্টেডিয়ামে টাউন ক্লাব প্রথমে ব্যাট করে ৪৬ ওভারে ৯ উইকেটে ১৬৭ রান সংগ্রহ করে। জবাবে মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজ ৪৪.১ ওভারে ১৪৩ রানে অল-আউট হয়। খেলাটি নির্ধারিত সময়েও ৩০ মিনিট পরে শুরু হলে ৫০ ওভারের খেলা ৪৬ ওভারে নেমে আসে।
টাউন ক্লাবের হয়ে আবতাহি ৬৭ ও এমরান ২৬ রান করেন। মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজের আফ্রিদি ২৪, সাদ্দাম ৩০ ও জাবেদ ৩৪ রানে প্রত্যেকে ২টি করে উইকেট নেন। মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজের হয়ে সাদ্দাম ২১, মিনহাজ ২০, জাবেদ ১৯ ও সৌরভ ১৭ রান করেন। টাউন ক্লাবের হয়ে সরফরাজ ২৭ রানে ৩টি এবং প্রলয় ২৮ রানে ২ উইকেট দখল করেন।
মহিলা কমপ্লেক্স মাঠের খেলায় সিএফসি প্রথমে ব্যাট করে ২৭.৫ ওভারে মাত্র ৮০ রানে সবকটি উইকেট হারায়। সিএফসি’র ইনিংসে ফয়েজের ২৭ রান ছাড়া বাকিদের কেউই দু-অংকের রান করতে পারেননি। কমরেড ক্লাবের আসিফ ৩টি এবং শিহাব ও শুভ ২টি করে উইকেট দখল করেন।
৮১ রানের টার্গেটে খেলতে নেমে আগ্রাবাদ কমরেড ক্লাবকেও বেশ দুর্ভোগ পোহাতে হয়েছে। এই টার্গেট পূরণ করতে গিয়ে তারা ৩২.৩ ওভার পর্যন্ত খেলে ৮ উইকেট হারায়। দলের হয়ে ওবায়দুল ১৭, শিহাব ১৬, সাদমান অপ: ১৫ ও মিসবাহ অপ: ১১ রান করেন। সিএফসি’র হয়ে মুসলিম ও মারজুক ৩টি করে উইকেট নেন।