বঙ্গবন্ধু আন্ত: কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন কাল

চট্টগ্রাম জেলা প্রশাসন ও ক্রীড়া অফিস আয়োজিত, সিজেকেএস ও সিডিএফএ’র সহযোগিতায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের ক্রীড়া দপ্তরের পৃষ্টপোষকতায় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান আন্ত: কলেজ ফুটবল টুর্নামেন্ট রোববার (১৬ জুলাই)থেকে শুরু হচ্ছে।

স্থানীয় পলোগ্রাউন্ডে বিকেল ৪টায় প্রধান অতিথি হিসেবে ৯দিন ব্যাপী এ টুর্নামেন্টের উদ্বোধন করবেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. আমিনুর রহমান।

উদ্বোধনী খেলায় কর্ণফুলী এ জে চৌধুরী ডিগ্রি কলেজ ও সন্দ্বীপ এ বি কলেজ মুখোমুখি হবে।  এই টুর্নামেন্টে ৮টি দলে মোট ১৫টি খেলা অনুষ্ঠিত হবে।