পেরুকে সহজেই হারালো আর্জেন্টিনার মেয়েরা

আগামী ২০ জুলাই পর্দা উঠবে নারী ফুটবল বিশ্বকাপের। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার যৌথ আয়োজনের আসরটিকে ঘিরে হাড়ভাঙা অনুশীলন করছেন নারী ফুটবলাররা। সে ধারাবাহিকতায় প্রীতি ম্যাচে পেরুকে সহজেই হারিয়ে স্বস্তির জয় তুলে নিয়েছে আর্জেন্টিনার মেয়েরা।

শনিবার ভোরে আর্জেন্টিনার এস্তাদিও সান নিকোলাসে স্বাগতিকদের মুখোমুখি হয় পেরুর মেয়েরা। যেখানে পেরুকে ৪-০ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে লিওনেল মেসি ও ডি মারিয়াদের দেশের মেয়েরা। ম্যাচের ১৭তম মিনিটেই এগিয়ে যায় আর্জেন্টিনা। প্রথম গোলটি করেন মারিয়ানা। বিরতির ঠিক আগে ৪৩ মিনিটের মাথায় গোল ব্যবধান দিগুণ করেন বানিনি। ২-০ তে এগিয়ে থেকে প্রথামর্ধ শেষ করে আর্জেন্টিনা। ৬১তম মিনিটে ইয়ামিলার গোলে ৩-০ তে এগিয়ে যায় তারা। শেষ দিকে ম্যাচের অতিরিক্ত মিনিটে ক্যামিলার গোলে আর্জেন্টিনার এক হালি পূর্ণ হয় (৪-০)। উল্লেখ্য, আসন্ন নারী বিশ্বকাপে জি গ্রুপে রয়েছে আর্জেন্টিনা। সেখানে নিজেদের প্রথম ম্যাচে ২৪ জুলাই ইতালি, ২৭ জুলাই দক্ষিণ আফ্রিকা এবং শেষ ম্যাচে সুইডেনের বিপক্ষে লড়বে ২ আগস্ট।