যখন একজন বোলার পরপর ডেলিভারি থেকে তিনটি উইকেট নেন, তখনই হ্যাটট্রিক নামক কৃতিত্বপূর্ণ এক সাফল্য বোলারের পকেটে ঢুকে পড়ে। এটি টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে একটি অপেক্ষাকৃত বিরল ঘটনা যেখানে ২০২৩ সালের ১৩ জুলাই পর্যন্ত মাত্র ৪৯ বার ঘটনা ঘটেছে।
এতে গত ১৪ জুলাই ‘২৩ এটাকে ৫০-এ উন্নীত করেন আফগানিস্তানের করিম জানাত। বাংলাদেশের বিরুদ্ধে তিনি টি-২০ ক্রিকেটে হাফ সেঞ্চুরি’র ৫০তম হ্যাটট্রিকটি করেন।
২০০৭ সালের সেপ্টেম্বরে কেপটাউনে এই বাংলাদেশের বিপক্ষে খেলে অস্ট্রেলিয়ার ব্রেট লি প্রথম টি-২০’ তে হ্যাটট্রিক করেছিলেন। এছাড়া, আফগানিস্তানের রশিদ খান, লংকান লাসিথ মালিঙ্গা, আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্পার এবং উইন্ডিজের জেসন হোল্ডার একমাত্র বোলার যারা টি-২০’ তে চার বলে চার উইকেট নিয়েছেন।
রশিদ খান ফেব্রুয়ারি ২০১৯-এ আয়ারল্যান্ডের বিরুদ্ধে এই কৃতিত্ব অর্জন করেছিলেন, এবং মালিঙ্গা ২০১৯ সেপ্টেম্বর এবং ২০২১ অক্টোবরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে কৃতিত্বের পুনরাবৃত্তি করেছিলেন। ২০২১ আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে, ক্যাম্ফার নেদারল্যান্ডসের বিরুদ্ধে কৃতিত্ব অর্জন করেন,৩০ জানুয়ারী ২০২২ তারিখে, হোল্ডার ইংল্যান্ডের বিপক্ষে এই কৃতিত্ব অর্জন করেন।
এছাড়া ২০২১ সালের ৬ আগস্ট অস্ট্রেলিয়ার ন্যাথান এলিস বাংলাদেশ ইনিংসের শেষ তিন বলে তিনটি উইকেট নিয়ে প্রথম পুরুষ ক্রিকেটার হিসেবে টি-২০ ম্যাচে অভিষেকে হ্যাটট্রিক করেছিলেন।