ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডে কাল

বাংলাদেশকেই ফেভারিট মানছেন জ্যোতি

ভারতীয় নারী দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারের পর বাংলাদেশের চোখ এখন ওয়ানডে সিরিজে।  মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে রোববার (১৬ জুলাই) মাঠে গড়াবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ।

শনিবার (১৫ জুলাই) সংবাদ সম্মেলনে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানিয়েছেন, ওয়ানডে সিরিজ জিততে মুখিয়ে আছে তার দল।  এক হচ্ছে ঘরের মাঠে খেলা।  আরেকটা হলো শেষ ম্যাচ জেতার কারণে পুরো দল ইতিবাচক হয়ে আছে।  সবাই অনেক বেশি বুস্ট আপ একটা এনার্জিতে আছে।  সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় অবশ্যই নির্দিষ্ট দিন অনেক বেশি গুরুত্বপূর্ণ। ’

‘আমরা যদি কালকে ভুল কম করি, যদি গেম প্ল্যান অনুযায়ী খেলতে পারি।  যে ছোট ছোট ভুলগুলো আমরা করছি, যেগুলো নিয়ে কথা বলছি সবসময়।  কোচিং স্টাফরা আমাদের সঙ্গে কথা বলছে।  যখন আমরা অনুশীলন করি, সময় নিয়ে কথা বলে বলে ধরিয়ে দেওয়া হচ্ছে বিষয়গুলো।  সবসময় দেখছি জুটির একটা ঘাটতি থাকে।  এ জিনিসগুলো যদি ১০-১৫ শতাংশ উন্নতি করতে পারি, ভালো ক্রিকেট আসবে। ’

এ ম্যাচে ফেভারিট কারা? এমন প্রশ্নে অধিনায়ক জ্যোতির উত্তর, ‘বাংলাদেশকে ফেভারিট মনে করি কারণ শেষ ম্যাচটা আমরা জিতেছি।  ফরম্যাট বদলে যাক অথবা যাই হোক, আমি আমাদের এগিয়ে রাখবো। ’

সংবাদ সম্মেলনে ভারত অধিনায়ক হারমানপ্রিত কৌর’এর কণ্ঠে ঝরল বাংলাদেশের লড়াকু পারফরম্যান্সের প্রশংসা।  তিনি বলেন, “আমরা জানি, অতীতে তারা ওয়ানডেতে ভালো করেছে।  শেষ দুই (টি-টোয়েন্টি) ম্যাচেও তারা দারুণ লড়াই করেছে।  কোনো কিছুই সহজে দিচ্ছে না আমাদেরকে। প্রতিটি জিনিসের জন্য আমাদের লড়াই করতে হচ্ছে।  তবে আমরাও ওয়ানডে খেলতে পছন্দ করি এবং দলের ওপর আত্মবিশ্বাস আছে।  আশা করি, নিজেদের ওপর বিশ্বাস দেখাতে পারব এবং যা করতে চাই তা করতে পারব। ”

প্রতিপক্ষ নিয়ে খুব একটা ভাবতে রাজি নন হারমানপ্রিত।  মাঠে নামার আগে নিজ দলের ঘাটতি-কমতি পূরণের তাগিদই দিলেন তিনি।