চট্টগ্রাম জেলা ইয়ুথ ও মহিলা দাবা চ্যাম্পিয়নিশপ উদ্বোধন
চট্টগ্রামে জেলা দাবা, জেলা ইয়ুথ ও মহিলা দাবা চ্যাম্পিয়শিপ শুক্রবার (১৪ জুলাই) দুপুরে সিজেকেএস কনভেনশন হলে উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উক্ত চ্যাম্পিয়নশিপসমূহের উদ্বোধন করেন সাবেক সিটি মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন।
দাবা কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক আবদুল আলীমের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক প্রকৌশলী এস এম তারেকের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর, সিজেকেএস কাউন্সিলর ইঞ্জি. জসিম উদ্দীন, দাবা কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নোমান আহমদ ছিদ্দিকী প্রমুখ।
প্রতিযোগিতায় মোট ১০৭ জন দাবাড়ু অংশগ্রহণ করেছেন। উদ্বোধনী দিনে ফিদে মাস্টার আব্দুল মালেক, মো. ইয়াকুব, শহিদুর রহমান, আসিফ মাহমুদ ও জাহাঙ্গীর আলমসহ মোট ৫৩ জন দাবাড়ু জয়লাভ করেছেন।
শনিবার (১৫ জুলাই) সকাল ১০টায় ২য় রাউন্ডে ও বিকাল ৩টায় ৩য় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার শীর্ষ ৬ জন দাবাড়ু চট্টগ্রাম জেলার প্রতিনিধি হয়ে জাতীয় বি দাবায় অংশগ্রহণ করবে।