মোহামেডানের অষ্টম শেখ জামালের পঞ্চম জয়

বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন-রানার্সআপ নির্ধারণ হয়ে গেছে আগেই।  নিশ্চিত হয়েছে দুই দলের একটির অবনমনও।  এখন শুধুই বাকি শেষের আনুষ্ঠানিকতা।  অন্য দলগুলোর কে কোন অবস্থানে থেকে লিগ শেষ করে, সেটাই এখন দেখার।

লিগের বাকি ২ রাউন্ড।  ২১তম রাউন্ড শুরু হয়েছে শুক্রবার (১৪ জুলাই)।

এ রাউন্ডে মোহামেডান ১-০ গোলে ফর্টিস এফসিকে এবং ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ৩-১ গোলে হারিয়েছে উত্তরার আজমপুর ফুটবল ক্লাবকে।

অষ্টম জয়ে ১৯ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে টেবিলের চারে সাদা-কালোরা।  নবাগত ফর্টিস এফসির ১৯ ম্যাচ শেষে পয়েন্ট ২০।  অবস্থান করছে সপ্তম স্থানে।

পঞ্চম জয়ে ১৯ ম্যাচ শেষে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।  উত্তর আজমপুর ফুটবল ক্লাবের এরই মধ্যে চ্যাম্পিয়নশিপ লিগে নেমে যাওয়া নিশ্চিত হয়েছে। টেবিলের তলানিতে থাকা দলটির ১৯ ম্যাচে পয়েন্ট ৫।