সবে শুরু, অভিষেক টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে জয়সওয়াল

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দলের সঙ্গে থাকলেও মাঠে নামা হয়নি তরুণ ভারতীয় ব্যাটার যশস্বী জয়সওয়ালের।  তবে জাতীয় দলের জার্সি গায়ে চাপাতে বেশি দিন অপেক্ষা করতে হলো না আইপিএল মাতানো যশস্বীর।  ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের একাদশে সুযোগ পেয়ে দারুণভাবে কাজে লাগালেন তিনি।

অভিষেক টেস্ট খেলতে নেমে অসাধারণ এক সেঞ্চুরিতে তিনি পাশে বসলেন লালা অমরনাথ, বিশ্বনাথ, আজহারউদ্দিন, সৌরভ গাঙ্গুলী, বীরেন্দর শেবাগ, শিখর ধাওয়ান ও রোহিত শর্মাদের মতো খেলোয়াড়দের।  ২১ বছরের তরুণ এই ক্রিকেটার প্রথম টেস্ট শতরান উৎসর্গ করেছেন তার বাবা-মাকে।  জানিয়েছেন, সবে শুরু করলেন।  আরও সাফল্য পেতে চান।

অভিষেক টেস্টে শতরান করে উচ্ছ্বসিত জয়সওয়াল।  ম্যাচের দ্বিতীয় দিনের শেষে তিনি অপরাজিত রয়েছেন ১৪৩ রান করে।  বৃহস্পতিবার (১৩ জুলাই) খেলা শেষ হওয়ার পর যশস্বী বলছেন, ‘এটা আমার অন্যতম আবেগপূর্ণ একটা ইনিংস। ভারতীয় দলে সুযোগ পাওয়া খুব কঠিন। ’