সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ যেন থামছেন না। একের পর এক বাধা রেকর্ড অতিক্রম করে যাচ্ছেন। এবার উইম্বলডনে নিজের অষ্টম ট্রফির সামনে দাঁড়িয়ে আছেন তিনি।
মঙ্গলবার (১১ জুলাই) রাতে কোয়ার্টার ফাইনালে রাশিয়ান আন্দ্রে রুবলেভকে ৪-৬, ৬-১, ৬-৪, ৬-৩ ব্যবধানে হারিয়ে ঘাসের কোর্টের গ্র্যান্ড স্ল্যামে ১২তম বারের মতো সেমিফাইনালে উঠলেন। এই সেমিফাইনালে উঠার পাশাপাশি সব সব গ্র্যান্ড স্ল্যাম মিলে মোট ৪৬ বার সেমিফাইনাল তিনি। তাতেই রজার ফেডেরারকে উঠে ছুঁয়ে ফেলেছেন তিনি।
প্রথম সেট ৬-৪ ব্যবধানে হেরে গিয়েছিলেন জকোভিচ। দ্বিতীয় সেটে ঠিকই ঘুরে দাঁড়ালেন সার্বিয়ান এই তারকা।
২৮ মিনিটের ব্যবধানে ৬-১ গেমে দ্বিতীয় সেট জিতে সমতা ফেরান জকোভিচ।
পরের দুই সেটেও একচ্ছত্র আধিপত্য নিয়ে ৬-৪, ৬-৩ ব্যবধানে জকোভিস জয় আদায় করে নেন। মঙ্গলবার গ্র্যান্ড স্ল্যামে ৪০০তম ম্যাচ খেললেন জকোভিচ। ৩৬ বছর বয়স হয়ে গেলেও তাকে হারানোর মতো খেলোয়াড় এখনও যে খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা ভেবে বেশ মজা লাগছে জকোভিচের।