এ্যাস্ট্রোটার্ফে আচ্ছাদিত হবে সিজেকেএস প্রশিক্ষণ মাঠ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) সামনের প্রশিক্ষণ মাঠ যথোপযুক্ত ফেন্সিং সহকারে এ্যাস্ট্রোটার্ফে আচ্ছাদিত করা হবে বলে জানিয়েছেন, জেলা প্রশাসক ও সিজেকেএস সভাপতি আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

বুধবার (১২ জুলাই)জেলা ক্রীড়া সংস্থার সামনের প্রশিক্ষণ মাঠ পরিদর্শন করাকালীন তিনি এসব কথা বলেন।  তিনি বলেন এই মাঠটি শুধুমাত্র নারীদের বিভিন্ন খেলার প্রশিক্ষণ, অনুশীলন ও লিগ, টুর্নামেন্টে ব্যবহৃত হবে।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) চট্টগ্রাম ও সিজেকেএস সহ সভাপতি রাকিব হাসান, সিজেকেএস সহ সভাপতি এ কে এম এহসানুল হায়দার চৌধুরী বাবুল, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন মো. আলমগীর, সিজেকেএস অতিরিক্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ শাহাবুদ্দিন শামীম, সাইফ পাওয়ারটেক এর ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।