চট্টগ্রামের লোহাগাড়ার আধুনগরে গাছের সাথে পিকনিকের বাসের ধাক্কায় নিহত হয়েছে দুইজন।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাত ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হাজী রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অভিজিৎ (৩৪) ও সাখাওয়াত ছিদ্দিক (৩৫)।
পুলিশ ও এলাকাবাসী জানায়, চট্টগ্রাম নগরের ইপিজেড এলাকা থেকে সৌদিয়া পরিবহনের একটি পিকনিকের বাস কক্সবাজারের উদ্দেশে যাচ্ছিল। বাসটি লোহাগাড়ার আধুনগর হাজীর রাস্তার মাথা এলাকায় পৌঁছানোর পর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় বাস থেকে ছিটকে পড়ে বাসচাপায় অভিজিৎ ও সাখাওয়াত ঘটনাস্থলে নিহত হন।
এ ঘটনায় আরো ২০ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ ও বাসটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। শুক্রবার (১১ নভেম্বর) ভোরে মরদেহ ও দুর্ঘটনাকবলিত বাস হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে।
এখনো নিহতদের বিস্তারিত ঠিকানা পাওয়া যায়নি।