চট্টগ্রামের চন্দনাইশ থেকে শ্যামল দেবনাথ (৪০) নামে এক ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার (৯ নভেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। শ্যামল দোহাজারী মৃত গৌর কিশোর দেবনাথের ছেলে। গত ২ নভেম্বর সাতকানিয়া থানায় দায়ের হওয়া ধর্ষণ মামলার পলাতক আসামি ছিল সে।
এর আগে গত ৮ নভেম্বর সাতকানিয়ার বরুমছড়া এলাকা থেকে একই মামলার প্রধান আসামি মোক্তার হোসেন (৪৫) কে গ্রেপ্তার করা হয়। সে সাতকানিয়ার সিকদারপাড়া এলাকার মৃত আবদুস সালামের ছেলে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া ) নুরুল আবছার জানান, শ্যামল দেবনাথ সাতকানিয়ায় থানায় দায়ের হওয়ার একটি গণধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি। বুধবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে সাতকানিয়ার বুরুমছড়া এলাকা থেকে একই মামলার প্রধান আসামি মোক্তারকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, মোক্তার ও ভিকটিম একই এলাকার বাসিন্দা। পাশাপাশি বসবাস করার সুযোগে প্রায়ই কিশোরীকে অনৈতিক কাজের জন্য কু-প্রস্তাব দিত মোক্তার। কু-প্রস্তাবে রাজি না হওয়ায় মোক্তার হোসেন ও তার বন্ধু শ্যামল মিলে ২৭ অক্টোবর সন্ধ্যায় স্থানীয় আনু বেগমের সহযোগিতায় সাতকানিয়ার সিকদারপাড়া এলাকা থেকে এক কিশোরীকে জোরপূর্বক সিএনজিতে তুলে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে আটক করে রাখে। সেখানে ওই কিশোরীকে পালাক্রমে দুজনে ধর্ষণ করে।
ধর্ষিতা কিশোরী অসুস্থ হয়ে পড়লে আসামিরা তাকে বাঁশখালীর কাথরিয়া এলাকায় ফেলে যায়। এ ঘটনায় কিশোরীর ভাই বাদি হয়ে তিনজনের নাম উল্লেখ করে সাতকানিয়া থানায় একটি ধর্ষণ মামলা করেন। সে মামলায় অপর আসামি আনু বেগমকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।