বিভিন্ন কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর সিজেকেএস বাকলিয়া কনস্ট্রাকশন ৩য় বিভাগ ক্রিকেট লিগের খেলা সোমবার (১০ জুলাই) থেকে আবারো শুরু হয়েছে। এতে বৃষ্টি বিঘ্নিত খেলায় নোয়াপাড়া লায়ন্স ক্লাব ৪৬ রানে মাদারবাড়ি উদয়ন সংঘকে পরাজিত করেছে।
এম এ আজিজ স্টেডিয়ামে সকাল ৯টার এ খেলাটি বৃষ্টির কারণে বেলা ১২টা ৩০ মিনিটে শুরু হয়। এ কারণে ৫০ ওভারের খেলাটি ২৫ ওভারে কমে আসে। এতে টসে হেরে নোয়াপাড়া লায়ন্স ক্লাব আগে ব্যাট করে এবং ২৫ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৫ রান সংগ্রহ করে। জবাবে মাদারবাড়ি উদয়ন সংঘ ১২.৩ ওভারে ৭৯ রানে সবকটি উইকেট হারায়।
নোয়াপাড়া লায়ন্স ক্লাবের হয়ে জুনায়েদ ৩৩, আবির ২৫, রনতিম ১১ ও মোখলেসুর ১১ রান করেন। অতিরিক্ত খাতে ১৯ রান যোগ হয়। মাদারবাড়ি উদয়ন সংঘের সফল বোলার তানভীর ১৯ রানে ৩টি এবং হোসেন ২২ রানে ২ উইকেট দখল করেন। এছাড়া তারেক ২৮ ও ইনতিশাম ৩০ রানে প্রত্যেকে ১টি করে উইকেট নেন।
মাদারবাড়ি উদয়ন সংঘের হয়ে সাজিম ২৮ ও আরশাদুল ২৪ রান ছাড়া আর কেউ-ই দু-অংকের রান করতে পারেননি। অতিরিক্ত হিসেবে আসে ১৬ রান। নোয়াপাড়া লায়ন্স ক্লাবের হয়ে ওবায়দুর, মোখলেসুর ও রেজাউল ২টি করে এবং কাজী রবি ও ওয়াহিদ প্রত্যেকে ২টি করে উইকেট নেন।