বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা

আগেই বিশ্বকাপ নিশ্চিত হয়েছিল।  ভারত বিশ্বকাপের বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা।  রোববার (৯ জুলাই) হারারেতে ফাইনালে নেদারল্যান্ডসকে ১২৮ রানে উড়িয়েছে এশিয়ার দ্বীপ দেশটি।

আগে ব্যাট করে শ্রীলঙ্কা ২৩৩ রান তুলতে পেরেছিল।  জবাবে ১০৫ রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডস।  আইসিসির বিধি অনুযায়ী, শ্রীলঙ্কা কোয়ালিফায়ার ২ হয়ে খেলতে যাচ্ছে বিশ্বকাপ।

২৩৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই লঙ্কান বোলারদের তোপের মুখে পড়ে ডাচ ব্যাটাররা।  দলীয় ৪৯ রানে ৬ ব্যাটারকে হারায় নেদারল্যান্ড।  এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২৩.৩ ওভারেই ১০৫ রানে অলআউট হয়।  দলের পক্ষে ম্যাক্স ও‘দাউদ ৬৩ বলে ৩৩ রান করেন।  শ্রীলঙ্কার পক্ষে মাহিশ তিকশানা ৪টি ও মাদুশঙ্কা নেন ৩ টি উইকেট।

এর আগে ব্যাট করতে নেমে ৪৪ রানের দুই ওপেনারকে হারায় শ্রীলঙ্কা।  এরপর কুশল মেন্ডিস ও সাহান আচনাচিঙ্গে দলকে ১৮০ রান পর্যন্ত নিয়ে যান।  মেন্ডিস ব্যর্থ (৪৩) হলেও সাহান দ্বিতীয় ওয়ানডেতেই ফিফটি তুলে নেন (৭১ বলে ৫৭)।  এরপর মিনি ধস নামে লঙ্কান ইনিংসে।  ১০ রানের মধ্যে ৪ উইকেট হারানো লঙ্কা ৪৮তম ওভারেই গুটিয়ে যায়।

দুটি করে উইকেট নেন লোগান ফন বিক, বিক্রমজিৎ সিং, রায়ান ক্লেইন ও সাকিব জুলফিকার। ফাইনালে মাদুশংকা হন ম্যাচসেরা।  আর ৬০০ রান ও ৩ উইকেটের জন্য টুর্নামেন্ট সিরিজ হন জিম্বাবুয়ের শন উইলিয়ামস।

 

ক্যাপশন: বিশ^কাপ বাছাই পর্বে চ্যাম্পিয়ন শ্রীলংকার উল্লাস