আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বোলিং করার সময় চোট পেয়েছিলেন এবাদত হোসেন। এরপর আর ব্যাটিংয়েও নামতে পারেননি এই পেসার। চোট গুরুত্বর হওয়াই আফগানিস্তানের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি। সেই সঙ্গে টি-টোয়েন্টি সিরিজেও এবাদতকে পাওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘আজ ওর (ইবাদতের) এমআরআই করার কথা। তবে ওয়ানডে সিরিজে ওর আর কোনো সুযোগ দেখছি না। এমআরআইয়ের পর টি-টোয়েন্টি সিরিজেরটা বোঝা যাবে। ’
আফগানিস্তানের দ্বিতীয় ওয়ানডেতে বোলিংয়ের সময় বাঁ হাঁটুতে চোট পান ইবাদত। বোলিং স্ট্রাইডে আম্পায়ার গাজী সোহেলের কাঁধে ধাক্কা লাগায় রানআপ শেষ করতে পারেননি তিনি। এরপর ওভার শেষ না করেই খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন এই পেসার।