তিস্তায় নৌকা ডুবে নিখোঁজ ৩

লালমনরিহাটের হাতীবান্ধা সংলগ্ন তিস্তা নদীতে নৌকা ডুবে ৩ জন নিখোঁজ হয়েছেন। রোববার (৯ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার সিঙ্গীমারী ইউনিয়নের ধুবনী এলাকায় হাজীর মোড়ের চেয়ারম্যানের ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

হাতীবান্ধা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনির হোসেন ও থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম নিশ্চিত করেছেন।

নিখোঁজ ব্যক্তিরা হলেন— হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারি ইউনিয়নের ধুবনি গ্রামের ফজলুল হক(৪০), আহিদুল (৩৫), শফিকুল (৪৫)। তাদের বাড়ি ওই ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি ডিঙি নৌকায় করে তিস্তা নদী পাড় হওয়ার চেষ্টা করেন ১৮-২০ জন শ্রমিক। এ সময় মাঝ নদীতে প্রবল স্রোতে নৌকাটি ডুবে যায়। এতে অনেকেই সাঁতরে পাড়ে উঠলেও তিনজন নিখোঁজ হন। খবর পেয়ে হাতীবান্ধা ফায়ার সার্ভিসের কর্মীরা নদীতে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন।

ওসি শাহ আলম স্থানীদের বরাত দিয়ে জানান, সকাল সাড়ে ৮টার দিকে ওই উপজেলার শিংগিমারী ইউনিয়নের ধুবনি গ্রামে তিস্তা নদীর পূর্ব পাড় হতে চরে যাওয়ার জন্য ওই তিন ব্যক্তি নৌকায় ওঠেন। নৌকা কিছুদূর যেতেই নৌকার তলার একটি অংশ ভেঙে যায়। এরপর ধীরে ধীরে নৌকা ডুবে তিনজনই পানিতে তলিয়ে যায়। তিস্তায় পানি থাকায় তীব্র স্রোতের কারণে তারা কেউই পাড়ে উঠতে পারেনি।

স্টেশন অফিসার মনির হোসেন জানান, ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের উদ্ধারে কাজ করছে।

এমএইচএফ