রাজ, রাফি মিমের উপর চটেছেন পরীমণি

স্বামী চিত্রনায়ক শরিফুল রাজের সাথে বিয়ে বহির্ভুত সম্পর্কের অভিযোগ এনে চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের উপর চটেছেন চিত্রনায়িকা পরীমণি। সাথে নির্মাতা রায়হান রাফিকেও একহাত নিয়েছেন সবসময় আলোচনায় থাকতে পছন্দ করা এ নায়িকা।

বুধবার (৯ নভেম্বর) মধ্যরাতে দেয়া এক ফেসবুক পোস্টকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। আবারও সমালোচনায় মেতে উঠছেন নেটিজনরা।

জানা গেছে, স্বামী চিত্রনায়ক শরিফুল রাজ, চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম ও নির্মাতা রায়হান রাফিকে উদ্দেশ্য করে বুধবার দিবারাত সোয়া ২টার দিকে ফেসবুকে একটি স্ট্যটাস দেন পরীমণি। সেই স্ট্যাটাস ঘিরে শুরু হয়েছে জল্পনা। সেখানে স্বামী শরিফুল রাজ, অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ও নির্মাতা রায়হান রাফীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন এই নায়িকা।

স্ট্যাটাসে পরীমণি চিত্রনায়িকা মিমের বিরুদ্ধে বিয়েবহির্ভূত সম্পর্কের অভিযোগ এনেছেন এবং পরিচালক রায়হান রাফিকে দালাল হিসেবে অভিহিত করেছেন। একই সঙ্গে নিজের স্বামী রাজের উদ্দেশে সতর্ক বাণী দিয়েছেন তিনি।

পরীমণি সেই পোস্টে শুরুতেই রায়হান রাফিকে ট্যাগ করে লেখেন, ‘সিনেমার সঙ্গে সঙ্গে দালালিটাও ভালো করেন দেখি!’ এরপর মিমকে ট্যাগ করে পরীমণি লেখেন, ‘নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল।’ একইভাবে নিজের স্বামী রাজকে ট্যাগ করে এই চিত্রনায়িকা লেখেন, ‘এটা এতদূর গড়াতে দেয়া উচিত হয়নি তোমার।’

মধ্যরাতে কেন পরী এমন পোস্ট দিলেন সে বিষয়ে এখনো স্পষ্ট জানা যায়নি। সময়ের সঙ্গে এই জল্পনার সত্যতা প্রকাশ্যে আসবে, এমনটাই প্রত্যাশা নেটিজেনদের।

শুরু থেকেই বিদ্যা সিনহা সাহা মিম আর নিজের স্বামী শরিফুল ইসলাম রাজকে নিয়ে সন্দেহ করে আসছিলেন।