পাকিস্তানের উচ্চ পর্যায়ের কমিটি

ভারত বিশ্বকাপ

ভারতের মাটিতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান অংশ নেবে কিনা তা এখনও নিশ্চিত নয়।  কিছুদিন আগে পাকিস্তানের জন্য নির্ধারিত ম্যাচের ভেন্যু পরিদর্শনে দেশটি প্রতিনিধি দল পাঠানোর কথা জানিয়েছিল।  এবার সরকারিভাবে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে তারা।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টোর নেতৃত্বে এই কমিটি গঠন করা হয়েছে।  উচ্চ পর্যায়ের এই কমিটির লক্ষ্য- ভারত-পাকিস্তানের অভ্যন্তরীণ সম্পর্ক, খেলা নিয়ে দু’দেশের নীতি এবং ভারতে খেলতে গেলে ক্রিকেটারদের সুরক্ষার মতো বিষয়গুলো খতিয়ে দেখা।

বিশ্বকাপের সূচি ঘোষণার পরই পিসিবি জানিয়েছিল, তাদের যোগদানের বিষয়ে সিদ্ধান্ত নেবে দেশের সরকার।  সেই লক্ষ্যেই এই কমিটি দিয়েছেন প্রধানমন্ত্রী।  ইতিমধ্যে কমিটির সদস্যেরা জানিয়েছেন, ভারতে যেসব রাজ্যে পাকিস্তানের খেলা রয়েছে সেখানকার সুরক্ষা খতিয়ে দেখতে একটি সুরক্ষা দলকে ভারতে পাঠানো উচিত।

এর আগে এশিয়া কাপ আয়োজন নিয়ে ভারত-পাকিস্তানের রাজনৈতিক দ্বন্দ্বের বিষয়টি নতুন করে ক্রীড়াঙ্গনে দেখা দিয়েছিল।  পাকিস্তানের হাইব্রিড মডেল মানার মাধ্যমে সেই দ্বন্দ্বের সাময়িক ইতি টেনেছে ভারত।