আরেক রেকর্ড গড়লেন সাকিব

মাঠের পারফরম্যান্সে এই বিশ্বসেরা অলরাউন্ডার সেটি অনেকবারই প্রমাণ দিয়েছেন।  মাঠের পারফরম্যান্সে গেল এক যুগেরও বেশি সময় ধরে লাল-সবুজ জার্সিতে অসংখ্য খুশির উপলক্ষ্য এনে দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।  রেকর্ড ভাঙা-গড়া যেন তার কাছে ডাল-ভাতের মতো।  শনিবার (৮ জুলাই) আফগানিস্তানের বিপক্ষে খরুচে বোলিংয়েও ভিন্ন একটি রেকর্ড গড়েছেন সাকিব।

আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজকে ফিরিয়ে বিশ্বের নবম বোলার হিসেবে ঘরের মাঠে ৪০০ আন্তর্জাতিক উইকেট পেয়েছেন সাকিব।  একইসঙ্গে এই কীর্তি গড়ার দিক থেকে তিনি পঞ্চম স্পিনার এবং প্রথম বাঁ-হাতি বোলার।

এছাড়া ‘৪০০’ উইকেট নেওয়া ৯ বোলারের মধ্যে সেরা স্ট্রাইকরেটও সাকিবেরই।  এমনকি প্রতি ৪২.৬ বলের পর তিনি একটা করে উইকেট নিয়েছেন।  যেখানে তিনিই সবার শীর্ষে।