টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

দলে দুই পরিবর্তন

সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে আফগানিস্তান। এ ম্যাচে দুটি পরিবর্তন নিয়ে নামছে টাইগাররা।

চট্টগ্রামের জহুর আহম্মেমদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস।
তামিমের বদলে খেলবেন নাইম শেখ আর তাসকিনের বদলে সুযোগ পেয়েছেন এবাদত হোসেন।

প্রথম ম্যাচ হারলেও এবার আর সেই ভুল করতে চায়না টাইগাররা। সিরিজে ফিরতে নিজেদের সর্বোচ্চ দিয়ে লড়াই কড়ার প্রত্যয় বাংলাদেশের। কেননা প্রথম ম্যাচে ডিএলএস মেথডে ১৭ রানে জিতে সিরিজে ১-০তে এগিয়ে আছে আফগানরা। আজ জিতলেই সিরিজ নিশ্চিত তাদের। প্রথম ওয়ানডের মতো আজও বৃষ্টির সম্ভাবনা আছে চট্টগ্রামে।

অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়েই নেমেছে আফগানিস্তান।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহীম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শহীদি (অধিনায়ক), মোহাম্মদ নবি, নজিবুল্লাহ জাদরান, রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ সালিম।

এমএইচএফ